আমি বাবার আদর বেশ পাইনি ৩বছর বয়সে বাবাকে হারাই ।বাবা আমাকে কুভ ভাল বাসতেন ।তিনি জালাল ফুর গ্রামের একটি মক্তবে ছাত্র ছাত্রীদের কুরাণ শিক্ষা দিতেন ।সবাই দোয়া করি আল্লা যেন উনাকে জান্নাত নছিব করেন । মা মা মা এই শব্দ এত মধূর ।মা গো তুমি আমার জান ।আমার মা আমাকে কথ ভালবাসেন তা বলে শেষ করতে পারব না । আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন ।জীবনের সব আশা আসঙ্গা মুছে আমাকে লালোন পালন করেছেন ।বিনিময়ে আমি মায়ের জন্য কিছুই করতে পারিনি ।সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লা যেন মাকে হয়াত দান করেন ।